আমিরাবাদে ”দশে মিলে করি কাজ” সংগঠনের ব্যবস্থপনায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থী ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪

 

সোনালী দিগন্ত ডেক্স:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান হাজির পাড়া গ্রামের অন্যতম মানবিক ও সামাজিক সংগঠন ”দশে মিলে করি কাজ” এর ব্যবস্থপনায় বিশিষ্ট সমাজসেবক ও দানবীর প্রবাসী মোঃ মুজিবুর রহমানের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার সুবিধা বঞ্চিত ও এতিম শিক্ষার্থী এবং এলাকার দুঃস্থ অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুর ২ ঘটিকার সময় হাফেজ আসহাব উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মল্লিক ছোবহান হাজির পাড়া ‘ছিদ্দিক-এ আকবর (রা:) তালিমুল কোরআন মাদরাসা’ প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সংগঠক মোঃ সাইফুল্লাহ চৌধুরী। খালিদ বিন ওয়ালিদ(রাঃ) জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মোঃ আবদুল বাকী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বিশিষ্ট সমাজসেবক মোঃ দিদারুল আলম (বাবুল)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এইচ নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকী, মাঈনুদ্দিন হাসান (পারভেজ), সাংবাদিক এরশাদ আলম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রবিউল হোসেন ইমরান, খালিদ বিন ওয়ালিদ (রা:) জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শফি, হাজিরপাড়া এবতেদায়ী মাদ্রাসার সুপার হাফেজ জয়নাল আবেদীন, মোঃ আহমদ উল্লাহ ও হাফেজ আব্দুল মজিদ প্রমুখ। বক্তারা বলেন, রহমত-মাগফেরাত ও নাজাতের মাস রমজান। কোরআন নাজিলের মাস। সেজন্য এ মাসের গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে এলাকার সুবিধা বঞ্চিত মানুষ ও হাজির পাড়া এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসা আমাদের সকলের দায়িত্ব। নিজেরা ভালো থাকার মধ্যে সুখ ও সাফল্য অনুভব করা যায় না। নিজেদের পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিতদের কল্যাণে কাজ করার মধ্যেই প্রকৃত সুখ অনুভব করা যায়।