সাতকানিয়ার করাইয়া নগরে মরহুম আলহাজ্ব ছগীর আহমদ কোম্পানী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৪

 

সোনালী দিগন্ত ডেক্স:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের করাইয়া নগর চাটগাঁ পাড়া মাঠে বৃহস্পতিবার (৭ মার্চ) মরহুম আলহাজ্ব ছগীর আহমদ কোম্পানি স্মৃতি টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচটি কেরানীহাট “ডেলিপাড়া একাদশ” বনাম মরফলার “মৌলভীর দোকান একাদশ”র মধ্যে অনুষ্ঠিত হয়। টসে জিতে মরফলা মৌলভির দোকান একাদশ বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত বার ওভারের জন্য ব্যাটিংয়ে নেমে কেরানীহাট ডেলিপাড়া একাদশ বিজয়ী দলকে ১১১ রানের টার্গেট দেয়। পরে ১১ ওভারে ১১১ রান নিয়ে মরফলা মৌলভির দোকান একাদশ খেলায় চ্যাম্পিয়ন হয়। খেলায় বিজয়ী দল ব্যাটসম্যান তাহসিন চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।উক্ত খেলায় মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন এহছানুল হক ও ওয়াইছি খন্দকার ।ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজমানি তুলে দেন অতিথিরা। পিবিএম গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল ও কিষোয়ান গ্রুপের ম্যানেজিং পার্টনার ওয়াহিদুল ইসলাম সিআইপি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন, পিবিএম গ্রুপ অব কোম্পানির এমডি মোঃ দিদারুল আলম, ইউপি সদস্য মোঃ ফরিদুল ইসলাম (ভুট্টো), ইউপি সদস্য মোঃ জমির উদ্দিন, সার্বিক সহযোগিতায় মোহাম্মদ এহসান, নুর মোহাম্মদ ওয়াসি ও মোহাম্মদ এনাম।অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় থাকলে যুব সমাজ ও তরুনেরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকতে সক্ষম হয়। একটি সুন্দর সমাজ গঠনে ও মাদকাসক্ত থেকে বিরত থাকতে হলে খেলাধুলায় মনোনিবেশ থাকতে হবে। খেলাধুলায় থাকলে মেধার বিকাশ ঘটায়। তাই সমাজ পরিবর্তনে তরুণ ও যুবকদের এগিয়ে আসতে হবে।